28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সাগরিকা ও জহির খানের ঘরে পুত্র সন্তান

বিয়ের ৮ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগে। সম্প্রতি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

যদিও বিষয়টি গোপন রেখেছিলেন অভিনেত্রী। তবে বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন সাগরিকা ও তার স্বামী ক্রিকেটার জহির খান।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।

পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’

তারকা এই দম্পতির বাবা-মা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।

প্রসঙ্গত, ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

পড়ুন : আবারও ভাঙল কলকাতার নায়িকা শ্রাবন্তীর সংসার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন