১৬/১১/২০২৫, ১২:০১ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাগরে নিম্নচাপ: কাপ্তাই হ্রদেও নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল ধরণের নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলাপ্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ। 

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৩০ মে) দুপুরে তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতেও মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌ-পথে সকল নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ধের এ সিদ্ধান্ত ইতোমধ্যে সকলকে অবহিত করা হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা কথা জানালেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্রদে পর্যটকবাহী বোটসহ বিভিন্ন নৌ-যান চলতে দেখা গেছে।

অন্যদিকে, সকালে রাঙামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় একটি কৃষ্ণচূঁড়া গাছ ভেঙে পড়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়াও রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট মাটিধসের ঘটনা ঘটেছে। সেগুলো অপসারণ করেছে সড়ক বিভাগের কর্মীরা।

জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙামাটি জেলায় পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এনএ/

দেখুন: লো’হি’ত সাগরে হু’থি’দে’র আ’ঘা’তে কাঁপছে মা’র্কি’ন আত্মবিশ্বাস?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন