গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরত খালী দারুল উলুম কলিমউদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী বিতরণ করা হয়েছে।
আজ গাইবান্ধা ( সাঘাটা-ফুলছড়ি) আসনের মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনজন হাফেজকে পাগড়ী পরিয়ে দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকম মির্জা রুস্তম, সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্কাসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে কামরুজ্জামান সোহাগ বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, হাফেজরা হচ্ছেন মহাগ্রন্থ আল কোরানের পাখি বা প্রচারক অথচ তারা অনেক বেশী অবহেলিত বা নিঃগৃহিত। কারন এখনো মসজিদের ইমামের বেতন মাসে তিন হাজার টাকা কিন্তু মন্ডপের সিকিউরিটি গার্ডের বেতন ১২ হাজার টাকা। গানের শিল্পীরা ৫ টা গান করলে ৫০ হাজার টাকা পায় কিন্তু অনেক ভালো বক্তা বয়ান করে পাঁচ হাজার টাকাও পায় না। তাই হাফেজ, ইমাম, আলেম ওলামারা যদি ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করে তাহলে আগামীতে বিএনপি সরকার গঠন করলে হাফেজদের সনদকে একাডেমিক ভিত্তি দেওয়া হবে। যাতে তারা নিঃগৃহিত না থেকে ধর্মপ্রচারের পাশাপাশি স্বাভাবিক চাকুরী করে জীবন যাপন করতে পারে।
পড়ুন : ধর্ষন মামলা প্রত্যাহার না করায় ভিকটিমের মাথার চুল কেটে দিল মামলার আসামী


