২১/০৬/২০২৫, ২২:২৯ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:২৯ অপরাহ্ণ

সাজেকে সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ আহত ৭

রাঙামাটির সাজেকে ইউনিয়নে শান্তি পরিবহনের বাস ও পর্যটকবাহী মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালকসহ ৭ পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের কিয়াংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী মাহিন্দ্রা ও চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাস সাজেক সড়কের কিয়াংঘাটের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহিন্দ্রা গাড়ীটি দুমড়ে-চুমড়ে যায়, এতে চালকসহ ৭ জন পর্যটক মারাত্মকভাবে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সেনাবাহিনী সহায়তায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে।

পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লন্ডন প্রবাসীর

দেখুন: জরুরি ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন