সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদর দিয়ে বয়ে যাওয়া মরিচ্চাপ নদীর বাঁধে, ৫০০ মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে রয়েছেন আশপাশের অতন্ত পাঁচ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণে ভাঙন বাড়ছে বলে অভিযোগ নদী পাড়ের বাসিন্দাদের। কৃষ্ণ ব্যানার্জীর রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম।

নিয়ম না মেনে মরিচ্চাপ নদী খনন করায়, সাতক্ষীরার আশাশুনির মধ্য চাপড়ায়, নদী পাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।
আতঙ্কে দিন কাটাচ্ছে ৮০০ পরিবার। গত কয়েক দিনে নদীর তীরের ৯০ ফুট জমিসহ ৪টি বাড়ি বিলীন হয়েছে। আরও ১০টি বাড়ির আংশিক ভেঙে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নদীর তীরে থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান ও শত শত পরিবার, ভাঙন ঝুঁকিতে নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙনে বসত হারিয়ে কবরস্থানে ঝুপড়ি বেঁধে আশ্রয় নিয়েছেন অনেকে।
শুধু মরিচ্চাপ নদীর চাপড়া নয়, ভাঙ্গন দেখা দিয়েছে গোয়ালডাঙ্গা বাজার, খোলপেটুয়া ও হরিশখালির বিস্তীর্ণ এলাকায়। আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্থদের।
পড়ুন : সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
দেখুন : সাতক্ষীরায় বৃষ্টিতে বাঁধে ভাঙন |
ইম/