15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

সাত কলেজের সংকট মিটবে কীভাবে?

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ–এ শিরোনাম দেশের মানুষের খুব চেনা। গত সাত বছরে বহুবার এমন শিরোনাম অবধারিতভাবে সামনে আনছে সেই প্রশ্ন–সংকট আসলে কোথায়?

ঢাকার ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে শুরুতে বেশ উচ্ছ্বাস দেখা গিয়েছিল। তবে কিছুদিন না যেতেই উল্টো চিত্র।

দীর্ঘদিন ধরেও এই সাত কলেজের শিক্ষার্থীরা নানা রকম বৈষম্যের অভিযোগ তুলছেন। কিন্তু আত্মপরিচয়ের সংকটই এখন তাঁদের বড় হয়ে দাঁড়িয়েছে।

সাত কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবার কলেজগুলোর অধিভুক্তি বাতিলের দাবি তুলেছে। দুই পক্ষের শিক্ষার্থীরাই এই বিষয়ে একমত, তাহলে সংকট কোথায়?

শিক্ষার্থীদের মূল দাবি ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ স্থাপনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একমত নয়। কীভাবে সমস্যার সমাধান করা যায়, সেই সুপারিশ দিতে সরকার বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করে দিয়েছে।

সবার মর্যাদা রক্ষা করে সাত কলেজের বিষয়ে একটি যৌক্তিক সমাধান করতে হবে, মনে করেন বিশেষজ্ঞরা। তবে তারা মনে করেন, আর এই সিদ্ধান্তটি হবে রাষ্ট্রীয়। সবার সঙ্গে আলোচনা করেই সংকট সমাধানের তাগিদ সংশ্লিষ্টদের।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন