17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

সাদ্দামকে নিয়ে খালেদ মুহিউদ্দিনের টকশো, ক্ষিপ্ত সারজিস-হাসনাত

ঠিকানা নিউজের টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজ বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদ মুহিউদ্দীনকে প্রশ্ন করে তিনি লিখেছেন, ‘খালেদ মুহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সঙ্গে টক শো করেছেন?’

আরও পড়ুন: বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ, জানালেন সারজিস

তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হলো।

এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এটা আমাদের ২ হাজারের অধিক শহীদের সঙ্গে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সঙ্গে বেঈমানি।’

সম্প্রতি ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টক শোতে অতিথি হিসেবে দেখা গেছে এই দুই ছাত্র প্রতিনিধিকে। বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তারা।

রাকিবুল ইসলাম নামক আরেক নেটিজেন কমেন্টে লেখেন, ‘অত্যন্ত জঘন্য সিদ্ধান্ত। নিষিদ্ধ ঘো‌ষিত খু‌নি-পলাতক আসামি কেন আপনার মেহমান হয়? কেন আপ‌নি তা‌দের আশ্রয় দি‌চ্ছেন? আপনার এই সিদ্ধান্ত ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

এ প্রসঙ্গে এক্সে এক পোস্টে সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর লিখেছেন, ‘এ ধরনের অনুষ্ঠানকে বলতে পারেন দায়মুক্তি অনুষ্ঠান। খুব বড় ভুল অনুমান না করলে খালেদ মুহিউদ্দীনকে এই দায়মুক্তি টকশোর গেস্ট ঠিক করে দিয়েছেন বা যোগাযোগ করিয়ে দিয়েছেন অমি রহমান পিয়াল। এর আগে সালমান এফ রহমান, আজিজদেরকেও তিনি একসময় দায়মুক্তি দিয়েছেন। এদিকে আবার ঠিকানা প্রতিষ্ঠা করছে যারা তাদের সম্পর্কে খোঁজ নেন। এখনকার মালিক দেখে বিভ্রান্ত হইএন না, একদম শুরুর গল্প দেখেন।,

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন