21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সাফ বিজয়ী কন্যাদের পাহাড়েও দেওয়া হবে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:

সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যাকে এবারও সংবর্ধনা দেওয়া হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এ কথা জানিয়েছেন রাঙ্গামাটির জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলাপ্রশাসক বলেন, নেপালের কাঠমাণ্ডুতে টানা দ্বিতীয়বারের মতো উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের কন্যাদের এবারও সংবর্ধনা দেওয়া হবে। আমরা পরিকল্পনা করছি, এবারের সংবর্ধনা অনুষ্ঠান কিভাবে কেমন আয়োজনে করা যায়।

গত বুধবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরেছে বাংলাদেশ নারী ফুটবল দলও। এবার দেশের হয়ে আলো ছড়ালো পাহাড়ের বীর কন্যারা। ফাইনালে বাংলাদেশের হয়ে গোর দুটি করেছেন পাহাড়ী কন্যা কনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন রাঙ্গামাটির কন্যা ঋতুপর্ণা চাকমা এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে রূপনা চাকমা।

পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে। রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে। আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত পাড়ায়।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন