কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়লেন। শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘটনা ঘটে। পরে নেওয়া হয় হাসপাতালে। রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

গণমাধ্যমকে তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত।
অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।
জাহাঙ্গীর বলেন, ‘দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।
এইচএসবিসি বাংলাদেশের ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক আয়োজনে শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল তার। তবে মিউজিশিয়ান আর আয়োজকেরা বলছেন, আপাতত তার বিশ্রামে থাকা জরুরি।
আয়োজকরা আরও জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল ।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বরেণ্য এই শিল্পী। অসুস্থতার কারণেই গান থেকে দূরে ছিলেন।
পড়ুন:আদুরীর কন্ঠে ভর করছে বরেণ্য কণ্ঠশিল্পী চিত্রা সিং
দেখুন:কণ্ঠশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই |
ইম/