ছাত্র-জনতার ওপর ৪ আগস্ট হামলার মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃস্পতিবার পুলিশ তাকে আদালতে হাজির করে। সংশ্লিষ্ট দ্রুত ট্রাইব্যুনালের বিচারক না থাকায় কারাগারে পাঠানোর আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ আলমগীর।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সাবেক এই সংসদ সদস্য। তারপরও তাকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, মহিবুর রহমান মানিক এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।
এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।