১৪/০৬/২০২৫, ১৪:৪২ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৪২ অপরাহ্ণ

সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে দুদকের মামলা, সন্দেহজনক লেনদেন ৩১১ কোটি টাকা

অবৈধ সম্পদ অর্জন ও ৩১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, হাবিব হাসানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। 

এ ছাড়া এজাহারে হাবিরের বিরুদ্ধে ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকার সন্দেহজনক লেনদেনে অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পড়ুন : সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন