১৪/০৬/২০২৫, ১৪:২৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:২৯ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য জেবুননেসা গ্রেপ্তার

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুননেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

পুলিশের এ কর্মকর্তা জানান, শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করেছে ডিবি। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে ১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন জেবুন্নেসা আফরোজ। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন। বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের সাবেক মেয়রও ছিলেন তিনি।

কিন্তু ২০১৪ সালে ৯ এপ্রিল হিরন মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে। তখন সেই আসনে উপনির্বাচন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন জেবুন্নেসা। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। 

পড়ুন : সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন