24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সাবেক প্রেস সচিব নাঈমুলসহ ৬ জনের আয়কর নথি জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ ছয়জনের আয়কর নথি জব্দের আদেশ দেয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক ছয়টি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সাবেক প্রেস সচিব নাঈমুলসহ ৬ জনের আয়কর নথি জব্দ

আয়কর নথি জব্দ হওয়া অন্যরা হলেন- নাঈমুল ইসলাম খানের স্ত্রী নাসিমা খান মন্টি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেক, কোয়ালিটি মিল্কের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম এবং সাবেক কানুগগো আবুল হোসেন।

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি তাদের তিন মেয়েসহ ভিন্ন কোনো উৎস অর্থাৎ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ অর্জন করে মানিলন্ডারিং করেছেন। তাদের নামে ১৬৩টি ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন ও বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি রয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

জাহিদ মালেকের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়েছে, আসামি জাহিদ মালেক দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় অভিযুক্ত। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন।

এনএ/

দেখুন: সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে আ*গুন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন