24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ঢাকায় গ্রেপ্তার

ঢাকার সোবহানবাগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কোন থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি। তবে পার্বত্য জেলা রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুদিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

ছয় মাস পেরিয়ে এসে রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।

দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে একই আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।

নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

২০০১ সালে আষ্টম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন তিনি।

এনএ/

দেখুন: যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি চয়ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন