১৪/০৬/২০২৫, ১৪:৩৩ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৩৩ অপরাহ্ণ

সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এর আগে ৫ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাকে হাজির করার আদেশ দেন।

গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে চট্টগ্রামে নেয়া হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এ পর্যন্ত ১০টি মামলা রয়েছে।

এনএ/

দেখুন: যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি চয়ন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন