১৩/০৬/২০২৫, ১৪:১১ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:১১ অপরাহ্ণ

সাবেক মেয়র আতিকসহ ৫ আ.লীগ নেতাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক মেয়র আতিকসহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগের ৫ নেতাকে হাজির করা হলেও আতিককে আনা নিয়ে দোলাচালে পরে যায় প্রসিকিউশন। অন্য এক মামলায় ডিবিতে রিমান্ডে থাকায় আজ আনা হবেনা জানানোর পর ট্রাইব্যুনাল তাকে আজই হাজির করতে বলেন। পরে বেলা ১ টায় সাবেক মেয়র আতিককেও হাজির করা হয়।

গত ১১ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

আতিকুল ছাড়া আওয়ামী লীগের অন্য পাঁচ নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে গ্রেপ্তার আছেন। গণ–অভ্যুত্থানের সময় ঢাকা উত্তরে প্রায় ২০০ লোক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল সাবেক মেয়র আতিকুল ইসলামের। আর অন্য পাঁচ আসামি সরাসরি নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে থেকে তা বাস্তবায়ন করেছেন। এমন অভিযোগেই তাদের ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর উপর শুনানি হবে।

এনএ/

দেখুন: সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন