16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি সব পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। এতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনী টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

এছাড়া আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড, পলাশবাড়ীর পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়। তবে আজও ছুটি চলছে ১৭ কারখানায়। সকালে মোট ১৭টি কারখানার শ্রমিকরা কাজে যোগদানের পর, মালিক পক্ষের সাথে দাবি নিয়ে সুরাহা না হওয়ায় তারা কারখানা থেকে বের হয়ে যায়।

বাংলাদেশ গামের্ন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি।’

প্রসঙ্গত, শ্রমিকরা বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। যার কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় বেশ কয়েকদিন ধরে উৎপাদন ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন