কোরবানীর ঈদে ১ কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষমাত্রা রয়েছে সাভারের চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোর। ইতিমধ্যে প্রবেশ করেছে ৪ লাখ ৭৫ হাজার কাঁচা চামড়া। এখন প্রক্রিয়াকরণে ব্যস্ত ট্যানারি শ্রমিকরা।
কোরবানির পর থেকে পশুর চামড়া ঢুকতে শুরু করে সাভারে চামড়া শিল্পনগরীতে। কর্মব্যস্ত হয়ে পড়ে শিল্পনগরীর ১৫৪টি ট্যানারী।
এখন পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার কাঁচা চামড়া শিল্পনগরীতে প্রবেশ করেছে।
চামড়া প্রক্রিয়ার জন্য দেশে পর্যাপ্ত লবণের মজুদ রয়েছে। জানান বিসিক চেয়ারম্যান।
এবার পানির দামে চামড়া বিক্রি হলেও, সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কিনেছেন বলে দাবি ট্যানারি মালিকদের।