27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সারাদিন ছিল রোদের তাপ, সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টি

রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দিনভর প্রখর রোদে পোড়ার পর স্বস্তিতে নগরবাসী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। বজ্রপাত না থাকলেও হালকা বাতাস রয়েছে।

মূলত গত বৃহস্পতিবার বিকেলে ধূলিঝড়ের পর বৃষ্টি নামে রাজধানীতে। কিছু কিছু এলাকায় রাত ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা যায়। ফলে শুক্রবার সকালটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোদের প্রখরতা। তবে সন্ধ্যা নামতেই হালকা বাতাসে অনেকটা শীতল অনভূত হতে থাকে। সন্ধ্যার পর নগরীতে বৃষ্টি শুরু হয়।

কিছু সময়ের মধ্যে বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজার ও চুয়াডাঙ্গায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। অন্যদিকে শুধু ময়মনসিংহ ও নেত্রকোনো, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারা দেশে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। প্রথম দিকে তাপমাত্রা কিছুটা বেড়ে আবারও কমবে। এছাড়া পাঁচ দিন পর বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

সরেজমিনে দেখা যায়, আগাম প্রস্তুতি না থাকায় বৃষ্টির কারণে কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষ বিপাকে পড়েন। তবে দিনের গরমে অতিষ্ঠ হয়ে কেউ কেউ ভিজছেন বৃষ্টিতে।

পড়ুন : রাজধানীতে ঝড়-বৃষ্টি, তাপপ্রবাহে স্বস্তির পরশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন