28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

সারাদেশে গ্রেপ্তার ১১ হাজার

চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে প্রায় ১১ হাজার মানুষকে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত) গ্রেপ্তার হয়েছে ২২২ জন।

এখন পর্যন্ত সংঘর্ষ-সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। এসব মামলায় গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, ডিএমপির ৫০টি থানায় মামলা হয়েছে ২৭৪টি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ-সহিংসতার পর থেকে এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযানও চালিয়েছে পুলিশ।

অপরদিকে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত ২৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৮৭ জনকে।

গাজীপুরে গ্রেপ্তার হয়েছে মোট ৫১০ জন। তার মধ্যে গতকাল ১০ জন গ্রেপ্তার হন। এদিকে নারায়ণগঞ্জে ৫ জন গ্রেপ্তার হন। সব মিলিয়ে মোট ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জে।

এছাড়াও, চট্টগ্রামে মহানগর ও জেলায় গ্রেপ্তার করা হয়েছে মোট ৯৮৯ জনকে। এ অঞ্চলে ৩৪ মামলায় আসামি করা হয়েছে ৩৮ হাজার ২০০ জনকে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন