সারাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ অধিদপ্তর-চট্টগ্রাম-এর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন। গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। গোপালগঞ্জে শোভাযাত্রা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। নীলফামারীতেও নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে পরিবেশ দিবস।