২০/০৬/২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ

সারাদেশে যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুরের খেলা

আজ সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। ম্যাচটি দেখতে বাংলাদেশের ফুটবল সমর্থকরা মুখিয়ে রয়েছেন। যদিও স্টেডিয়ামে গিয়ে সবার খেলা দেখার সুযোগ হচ্ছে না।

স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ হাজারের বেশি হলেও মুহূর্তেই তা ‘সোল্ড আউট’ হয়ে গেছে। টিকিটের দাবিতে বাফুফে ভবনের বাইরে বিক্ষোভের মতো ঘটনাও ঘটেছে। যারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ।

ম্যাচটির সম্প্রচারকারী চ্যানেল টি স্পোর্টস জানিয়েছে, ‎দেশে আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের বেল’স পার্ক। এসব স্থানে হামজা-জামালদের খেলা দেখা যাবে বিনামূল্যে।

এছাড়া রাজধানী ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

স্থানগুলো হচ্ছে, ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। আজ (মঙ্গলবার) জাতীয় ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

পড়ুন : বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটধারীদের যে নির্দেশনা দিল বাফুফে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন