23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগী

দেশজুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রায় প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। শিশু-বৃদ্ধ থেকে শুরু করে ভর্তি হচ্ছেন সব বয়সীরাই। রাজবাড়ীতে প্রতিদিন হাসপাতালে আসছেন গড়ে ১০ জন। একই পরিস্থিতি যশোরের।

রাজবাড়ী জেলার সদর হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত কয়েকদিনে গড়ে ভর্তি হয়েছেন ৮ থেকে ১০ জন রোগী। তবে হাসপাতালে জনবল সংকট থাকায় ব্যহত হচ্ছে চিকিৎসা।

রাজবাড়ী জেলার ৫ উপজেলাতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন সব হাসপাতালে কমবেশি রোগী ভর্তি হচ্ছেন।

চিকিৎসকরা জানান, প্রতিবারই শীত আসার আগে হাসপাতালগুলোতে বাড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

একই পরিস্থিতি যশোরে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এ জেলাতেও। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৮২ জনের, মৃত্যু ৩ জনের।

হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত বেড না থাকায়, ডেঙ্গু রোগীদের সাথে সাধারণ রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

যশোরের অভয়নগর ও ভবদহ অঞ্চল জলমগ্ন থাকায় পরিস্থিতি ব্যতিক্রম হতে পারে জানালেন সিভিল সার্জন।

যশোরের ৮ উপজেলায় ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন