দেশজুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। খোলা হয়েছে আলাদা ওয়ার্ড।
সারা দেশের মত ময়মনসিংহেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসা নিশ্চিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে ষাট বেডের আলাদা ওয়ার্ড।
প্রতিদিন গড়ে ১০-১২ জন রোগী ভর্তি হচ্ছে এখানে। রোগীদের সেবায় সার্বক্ষনিক রাখা হয়েছে ডাক্তার নার্স। ফলে সুস্থ হয়ে বাড়ী ফিরছেন অনেকেই। রোগীদের অধিকাংশই ময়মনসিংহ জেলার।
নরসিংদীতেও উল্লেখযোগ্য হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সেবা প্রাপ্ত রোগীর সংখ্যা প্রায় দেড় হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৪ জনসহ জেলাজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন ডেঙ্গু রোগী।
জেলা হাসপাতালে গত তিনমাসে ৭০০ রোগীকে সেবা দেয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।