নির্যাতন এবং ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। তৃতীয় দিনের মতো বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা।
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর অংশ হিসেবে জামালপুরে সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
ভাঙচুর লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বগুড়ায়।
যশোরে হয়েছে সম্প্রীতি সমাবেশ। আয়োজন করে, যশোর রূপদিয়া সার্বজনীন কালি মন্দির কমিটি। অংশ নেন বিএনপি নেতারাও।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে পাবনাতেও। এদিকে, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বেশকিছু সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম পরিদর্শন করেছেন বিজিবি সদস্যরা।
পটুয়াখালীতে ৪ দফা দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন তারা। একই প্রতিবাদের অংশ হিসেবে, সুনামগঞ্জেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।