সারা দেশে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জেলা জেলায় ধ্বংস হওয়া থানা অফিস, ও রাস্তাঘাট পরিস্কার করছেন তারা। এসময় শিক্ষার্থীরা নতুন করে সব কিছু গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নাটোরে পরিচ্ছন্নতায় নেমেছেন তিন শতাধিক শিক্ষার্থী। আজ বুধবার সকাল থেকে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড়ে শহর পরিচ্ছন্ন করেছেন তারা।
পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তা পরিস্কার করেছে। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহর পরিস্কার কর্মসূচি উদ্বোধন করে তারা।
রংপুরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন ও নগর পরিষ্কার পরিচ্ছন্ন করেনে অংশগ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ভোলায় শহর পরিচ্ছন্ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ এন্ড ক্লিনে সেই ধ্বংসস্তূপ গুলো পরিষ্কার—পরিচ্ছন্ন করেন। এসময় দেখা গেছে শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পড়ে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার—পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর অলিগলিতে ঘুরে ঘুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
ঠাকুরগাঁওয়ে একঝাঁক ছাত্র এবং রাস্তায় পড়ে থাকা ধব্বংস্তপ, ময়লা পরিস্কার করেছেন শিক্ষার্থীরা।