22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪

মধ্য ইউরোপের দেশ সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এক বিবৃতিতে এই তথ্যটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। খবর বিবিসির

এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাদিক বলেছেন, ‘কংক্রিটের তৈরি ছাদটি হঠাৎ করে ধসে পড়ার অল্প সময়ের মধ্যে স্থানীয় লোকজন এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।’ হতাহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভুসিচ বলেন, ‘আশা করি নিহতের সংখ্যা আর বৃদ্ধি পাবে না। এছাড়া নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের আশ্বাস দিচ্ছি এ ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তি দেয়া হবে।’

এ ঘটনায় সার্বিয়ার রেলওয়ে বিভাগ বলেছে, ‘ওই স্টেশনটি কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল। তবে স্টেশনের একটি অংশে সংস্কার হয়নি। সেই অংশটিরই ছাদ ভেঙে পড়েছে।’

হতাহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সার্বিয়ার সরকার।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন