১০/১১/২০২৫, ৭:০৫ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. আকবর হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়নভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়। অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ প্রস্তাব কার্যকর হলে সার বিতরণ ব্যবস্থায় সুফল আসবে না। বিসিআইসি’র ডিলাররা দীর্ঘ ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিয়ে আসছেন। এ অবস্থায় হঠাৎ নতুন কাঠামো চাপিয়ে দিলে কৃষক পর্যায়ে সার সংকট দেখা দিতে পারে।

আকবর হোসেন আরও বলেন, ক্ষুদ্র সার বিক্রেতারা প্রান্তিক কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাদের বাদ দিলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ নিশ্চিত করা হলে কোনো ধরনের সংকট তৈরি হবে না।

তিনি অভিযোগ করে বলেন, জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বাড়ানো হয়নি। ফলে এ খাতে ন্যায্য সমন্বয় জরুরি হয়ে পড়েছে। একইসঙ্গে ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিএফএ জেলা সভাপতি বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত। সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে তা কৃষক ও সরকারের উভয়ের জন্যই কল্যাণকর হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সিনিয়র সভাপতি মজি সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল ইসলামসহ সংগঠনের জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন: ভর্তুকীর সারে উৎস কর নির্ধারণ না করার দাবি বিসিআইসি সার ডিলারদের

দেখুন: গাজীপুরে র‌্যাবকে উদ্ধার করলো সেনাবাহিনী!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন