বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আজও চর্চা চলছেই। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সময় দুজনের মধ্যে গভীর প্রেম ছিল। তবে, তাদের সম্পর্কটি স্থায়ী হয়নি এবং কিছুদিন পরই ভেঙে যায়।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে, সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঐশ্বরিয়া নাকি বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এই খবরটি প্রকাশ হওয়ার পর সালমান খান বিবেককে হুমকি দিয়েছিলেন বলে জানা যায়। তবে, মুম্বাইয়ের এক সাংবাদিক এই খবরটি মিথ্যা দাবি করেছেন। তার বক্তব্য, ঐশ্বরিয়া ও বিবেকের মধ্যে কখনই প্রেমের সম্পর্ক ছিল না।

সাংবাদিকের মতে, এই গুজবটি সালমানের এবং ঐশ্বরিয়ার সম্পর্কের মধ্যে আরো দূরত্ব সৃষ্টি করেছে।
ঐশ্বরিয়া নিজে বহুবার বলেছিলেন যে, তার বাবা-মা ঐশ্বরিয়ার এই সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। একসময় সালমান খানের পক্ষ থেকে ঐশ্বরিয়াকে বিয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ঐশ্বরিয়া সেসময় এটি অস্বীকার করে বলেন, তিনি তার ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এবং বিয়ের বিষয়ে তখন কোনো পরিকল্পনা নেই।
তবে এই বিতর্ক এবং গুজবের কারণে ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক আরো জটিল হয়ে পড়ে। যদিও পরবর্তীতে সালমান ও ঐশ্বরিয়া দুজনেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে যান, তবুও তাদের সম্পর্ক এবং এসব গুজব আজও মিডিয়ার শিরোনামে থাকে।
পড়ুন: হাজার কোটি টাকা পাচার সালমানের, সিআইডির মামলা
দেখুন: শাহরুখ-সালমানের অ্যাকশন দৃশ্যের ব্যয় কত?
ইম/