24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ইনু ৪ দিনের রিমান্ডে

সালমান-শাজাহান-আতিকসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নতুন মামলায় আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন নেতা সালমান এফ রহমান, আতিকুল ইসলাম, মনোয়ার ইসলাম রবিন এবং শাজাহান খান, জুনায়েদ আহমেদ পলক এবং এবিএম ফজলে করীম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এসব আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আবেদন মঞ্জুর করে আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর মধ্যে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিরঝিল থানার হত্যা মামলায় শাজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন