34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

সালমান শাহর চালানো রয়েল এনফিল্ড এখন ভাইরাল

চিত্রনায়ক সালমান শাহ ২৯ বছর আগেই চালিয়েছেন জনপ্রিয় বাইক রয়েল এনফিল্ড। সেই দৃশ্য দেখা গেছে ‌চাওয়া থেকে পাওয়া ছবিতে। সেই ছবির একটি গানের দৃশ্যে সালমানকে রয়েল এনফিল্ড চালাতে দেখা যায়।

১৯৯৬ সালে এমএম সরকার পরিচালিত মুক্তি পাওয়া এ সিনেমা আবারও আলোড়ন তুলেছে সালমান ভক্তদের মনে। এ সিনেমার জনপ্রিয় একটি গান হলো ‘সাথী তুমি আমার জীবনের’। গানটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে অন্তর্জালে। কারণ এ সিনেমার গানের দৃশ্যের শুরুতেই যে বাইকে করে সালমান শাহ ঘুরছেন দেখা যায়, সেটি ছিলো বর্তমান সময়ে দেশে আসা জনপ্রিয়তায় শীর্ষে থাকা রয়েল এনফিল্ড ব্র্যান্ডের বাইক।

জনপ্রিয় ব্র্যান্ডের বাইকগুলো দেশে আসতে শুরু করে ২০২৫ সালের দিকে। এ বাইকগুলো নিয়ে এখন উত্তেজনা কাজ করছে তরুণ প্রজন্মের। অথচ সে বাইকই ২৯ বছর আগে দেশের রাস্তায় চালিয়েছেন স্বপ্নের নায়ক খ্যাত সুপারস্টার সালমান শাহ।

সম্প্রতি একটি ফেসবুক পেজে মোহাম্মদ ফাহিম নামে একটি ফেসবুক আইডি ‘সাথী তুমি আমার জীবনের’ গানের দৃশ্যের একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বাইক ব্র্যান্ড। যা আমরা ২০২৫ সালে পেয়েছি, আপনার আমার সবার প্রিয় বাংলা চলচ্চিত্রের অভিনেতা সালমান শাহ ৯০ দশকেই বাংলাদেশের রোড কাঁপিয়ে গেছে রয়েল এনফিল্ড দিয়ে।

এদিকে ‘সাথী তুমি আমার জীবনের’ গানের দৃশ্যে সালমানের ব্যবহার করা বাইকটির ছবি দিয়ে নেটদুনিয়ায় স্ক্রল করলে জানা যায়, সালমানের ব্যবহার করা বাইকটি ৭০ থেকে ৯০ দশকে বিশ্বে জনপ্রিয় বাইকগুলোর একটি।
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন