১৯/০৬/২০২৫, ০:২৯ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২৯ পূর্বাহ্ণ

৫ দিনেই সালমানকে টপকে গেল অক্ষয়রা, রেকর্ড ভাঙল হাউজফুল ৫

বক্স অফিসে শুরুটা দারুণ হয়েছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত ‘হাউজফুল ৫’। মাত্র ৫ দিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই পাঁচ দিনেই সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’-এর লাইফটাইম কালেকশনের থেকেও বেশি আয় করেছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রথম দিনে ২৪ কোটি রুপি দিয়ে খাতা খোলে। আয়ের গতি বেড়েছে এবং গত শনিবার ৩১ কোটি, রোববার ৩২.৫ কোটি আয় করে ছবিটি। সোমবার ব্যবসা কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই, তবুও ছবিটি ১৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে। আর মঙ্গলবার ‘হাউজফুল ৫’ আয় করেছে ১০.৭৫ কোটি রুপি। অর্থাৎ এই ৫ দিনে ‘হাউজফুল ৫’ এর মোট আয় দাঁড়িয়েছে ১১১.২৫ কোটিতে। আরও আশ্চর্যজনক বিষয় হলো, পাঁচ দিনে ছবিটি তার বাজেটের ৫০% আয় করে ফেলেছে।

এদিকে প্রায় মাস তিনেক আগে মুক্তি পাওয়া সালমান খানের ‘সিকান্দার’ খুব বেশি সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ১১০.১ কোটি রুপিতে। সেখানে মাত্র ৫ দিনেই এই আয় টপকে দিল অক্ষয়, অভিষেকদের ‘হাউজফুল ৫’।

হাউজফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন দর্শকরা। এর আগে ‘হাউজফুল ৪’ ব্যবসা করেছিল ৮৭.৭৮ কোটির। ‘হাউজফুল ৩’-এর সংগ্রহ ছিল ৬১.৫৩ কোটি । ‘হাউজফুল ২’ আয় করে ৪৬.২৩ কোটি। একই সময়ে ‘হাউজফুল ১’-এর ব্যবসা ছিল ৩৭ কোটি টাকা। এদিক থেকে দেখতে গেলেও, হাউজফুল ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভেঙে দিয়েছে ‘হাউজফুল ৫’।

পড়ুন: আমি সাধারণ মানুষ, সাধারণভাবেই বাঁচতে চাই: রুনা খান

দেখুন: কোরবানীর গরু কাটতে কি কি লাগে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন