০৮/০৭/২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজারে বিশাল মিছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জরিপ আলীর নেতৃত্বে এ বিশাল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো শ্রমিক জনতা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে মিছিলটি শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকা থেকে শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঘুনগাছতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সালাহ উদ্দিন আহমেদকে গুম করে হত্যা করার চেষ্টা করেছিলো। এমনকি আয়না ঘরের মতো অন্ধকার ঘরে বন্দি রেখে একের পর এক নির্যাতন নিপিড়ন চালিয়েছিলো। কিন্তু, তিনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের কাছে আপোস করেননি। পরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো তাদের দোসরদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।

বক্তারা দেশকে নেতৃত্ব শূন্য করতেই সালাহউদ্দিন আহমেদকে নিয়ে দেশে ও দেশের বাইরে থেকে কথিত ফেসবুকাররা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে উল্লেখ করে তাদের এসব ষড়যন্ত্র দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুশিয়ারী দেন তারা।

পড়ুন : কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৫’শ কেজি সামুদ্রিক মাছ জব্দ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন