১৪/০৬/২০২৫, ৮:১৩ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৮:১৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে রয়েল সিগারেট কোম্পানীতে অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় রয়েল টোবাকো কোম্পানীতে অবৈধ সিগারেট উৎপাদন ও নকল ভ্যাট ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করার অভিযোগে মালিকে পাচঁলাখ টাকা জরিমানা ও  কোম্পানীর দায়িত্বপ্রাপ্ত ভ্যাট কর্মকর্তাকে ১৪ দিনের সশ্রমকারাদন্ড দিয়েছে ভ্রম্যামান আদালত।

আজ সোমবার (১৯ মে) দুপুর জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে ভোক্তা অধিকার, ক্যাস্টম, ভ্যাট ও র‍্যাবের যৌথ উদ্দ্য্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব ১১ সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, সিদ্ধিরগঞ্জে গোদনাইলে একটি সিগারেট কোম্পানী সরকারে রাজস্ব ফাকিঁ দিয়ে উৎপাদন চালাচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাব কোম্পানীটি ঘিরে ফেলে। পরে ভ্রম্যামান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসেন নির্বার্হী ম্যাজিস্ট্রেট রয়েল টোবাকো কোম্পানী র্দীঘদিন ধরে সরকারে অনুমোদান না নিয়ে অবৈধ ভাবে রয়েল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে সরকারের কস্টম ও ভ্যাট ট্যাক্স ফাকিঁ দিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহায়তা কোম্পানীতে অভিযান পরিচালনা করে বিপুর পরিমান রি-ইউজ স্ট্যাম্প ব্যবহারের সন্ধ্যান মেলে। অভিযানে প্রায় ১৪ লাখ প্যাকেট সিগারেট ও ২১ লাখ রি-ইউজি স্ট্যাম্প জব্দ করা হয়। কোম্পানীটি প্রতিদিন প্রায় ৬ লাখ টাকার রাজস্ব ফাকিঁ দিয়ে আসছে। রাজস্ব ফাকিঁ ও অবৈধ ভাবে সিগারেট উৎপাদনের অভিযোগে কোম্পানীর মালিক  ইমন চৌধুরিকে পাচঁলাখ টাকা জরিমানা ও  রয়েল টোবাকো কেম্পানীর ভ্যাট কর্মকর্তা সাইফুল ইসলামকে ১৪ দিন সশ্রমকারাদন্ড প্রদান করা হয়। পরে জব্দ সিগারেট ও স্ট্যাম্প পুড়িয়ে দেয়া হয়।

এনএ/

দেখুন: ‘রাজধানীতে সিগারেট খাওয়া নিষেধ!’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন