০৮/০৭/২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

সিঙ্গাপুর ফেরত প্রবাসীর বাড়িতে সিঁদ কেটে চুরি, ১৩ লক্ষ টাকার মাল লুট

বগুড়ার গাবতলী উপজেলার জামির বাড়িয়া গ্রামে সিঙ্গাপুর ফেরত প্রবাসী আরিফুল ইসলামের বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় চোরেরা ঘরের পেছনের দেয়ালে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কারসহ মোট আনুমানিক ১৩ লক্ষ টাকার সম্পদ।

প্রাচীনকাল থেকে প্রচলিত “সিঁদ কাটা” চুরির কৌশল ব্যবহার করে সংঘটিত এই চুরি নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে এলাকাবাসীর মাঝে। ডিজিটাল নিরাপত্তা প্রযুক্তির এই যুগেও এমন ঐতিহ্যবাহী কৌশলে চুরির ঘটনা স্থানীয়দের বিস্মিত করেছে।

ঘটনার পরপরই গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “আমরা ইতোমধ্যে প্রাথমিক তদন্ত করেছি। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এমন ঘটনায় নিরাপত্তা শঙ্কায় রয়েছেন জামির বাড়িয়া এলাকার বাসিন্দারা। তারা দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পড়ুন : বগুড়ায় ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়: এপিবিএন সদস্যসহ ৬ জন আটক

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন