সিনেমার অভাবে অনেক দিন থেকেই ধুঁকছে দেশের হলগুলো। মাল্টিপ্লেক্সগুলো হলিউডের মুভি চালিয়ে টিকে থাকলেও সিঙ্গেল স্ক্রিনের হলগুলো বরাবরই ভুগছে। কেননা ঈদের বাইরে কেউ বড় ক্যানভাসের ছবি মুক্তি দিতে চাইছেন না।
ঈদের বাইরে সম্প্রতি মুক্তি পেয়েছিল ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। তবে মুক্তির প্রথম কয়েক দিন ভালো ব্যবসা করলেও সাফল্য দীর্ঘায়িত করতে পারেনি অনন্য মামুন টিম।
গতকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। ঈদ ছাড়া শেষ কবে সিনেমা হল একই দিনে জোড়া ছবি পেয়েছিল, তা খুঁজে বের করাও কষ্টকর। মুক্তি পাওয়া দুটি ছবির একটি হলো বাপ্পী চৌধুরীর ‘ডেঞ্জার জোন’, অন্যটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’। এর মধ্যে ৮৪০ ছবিটি হলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি পলিটিক্যাল স্যাটায়ার। তবে এটিকে আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট হিসেবে উপস্থাপন করেছেন বলে জানিয়েছেন ফারুকী।
এ সম্পর্কে ফারুকী বলেন, ‘এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন, বিগত সরকার আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এ দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে হবে।’

৮৪০ ছবিটিতে প্রধান চরিত্র মেয়র ডাবলু হয়ে পর্দায় হাজির হবেন নাসির উদ্দিন খান। ট্রেলারে তার উপস্থিতি ও সংলাপে ছিল চমক, ‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন?…’ ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ৮৪০-এর ট্রেলার পোস্ট করেন নির্মাতা। এ প্রসঙ্গে আগের দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ৪২০। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তা-ও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’
অন্যদিকে ৮৪০ ছবিটি দিয়ে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে যাত্রা করলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে প্রযোজক হিসেবে আরও রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
নাসির উদ্দিন খান ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মমসহ অনেকে।
আরেকটি মুক্তিপ্রাপ্ত সিনেমা
অন্যদিকে পাঁচ বছরের বেশি সময় আগে শুটিং করা ‘ডেঞ্জার জোন’ সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে ফিরছেন নায়ক বাপ্পী চৌধুরী। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা জোলি। সিনেমাটির শুরু হয় পাঁচ বছর আগে। এরপর নানা কারণে থেমে ছিল সায়েন্সফিকশন ও ভৌতিক গল্পনির্ভর ছবিটির নির্মাণ কাজ। সব কাজ শেষে গতকাল (শুক্রবার) প্রেক্ষাগৃহে উঠেছে ছবিটি।

ছবিটি নিয়ে নির্মাতা বেলাল জানান, ‘বহু বাধাবিপত্তির কারণে ডেঞ্জার জোন দর্শকের দোরগোড়ায় নিয়ে আসতে অনেকটা সময় চলে গেল। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছেন। টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে ডেঞ্জার জোন দর্শকের সামনে নিয়ে আসছি আমরা।’
বাপ্পী-জলি ডেঞ্জার জোনের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।