সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে লড়বে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটিং ব্যর্থতা আবারও স্পষ্ট ছিল—বিশেষ করে ইনিংসের শুরুতেই উইকেট হারানোর প্রবণতা দলকে চাপে ফেলে।
তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখনো আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন উন্নতি করার সময়। আমরা জানি আগের ম্যাচে কিছু ভুল করেছি, সেগুলো শুধরাতে পারলেই ফলাফল আমাদের পক্ষে যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আত্মবিশ্বাসী, দল পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং ভালো করবে।’
বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ৮-৯ অবস্থানের মধ্যে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে, আফগানিস্তান সপ্তম (৯১), ইংল্যান্ড অষ্টম (৮৮), আর ওয়েস্ট ইন্ডিজ নবম (৮০)।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। তাই টাইগারদের সামনে আর ভুলের সুযোগ নেই—সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচই জিততে হবে।
টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় বলেন, ‘আমরা ভবিষ্যৎ নয়, সামনের ম্যাচেই ফোকাস করতে চাই। একটা ম্যাচ ভালো খেলতে পারলে বাকিটাও আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’
ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি ২০ ম্যাচে ১১টিতে জিতেছে বাংলাদেশ, ৯টিতে আফগানিস্তান। আজ জয় পেলে সমতায় ফিরবে মিরাজের দল, হারলে সিরিজ হার নিশ্চিত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

