28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

ইতিহাসের হাতছানি: বাংলাদেশের লক্ষ্য ১৮৫

বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিং নৈপূণ্যে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ১২ রানে। সব মিলিয়ে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে এত অল্প রানে থামাতে পারার কৃতিত্ব বাংলাদেশের পেসারদের। পাকিস্তানের ১০টি উইকেটই নিয়েছেন তিন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এর মধ্যে হাসান মাহমুদ টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিতে তিনি ১০.৪ ওভার বোলিং করে দিয়েছেন ৪৩ রান। আরেক পেসার নাহিদের উইকেট সংখ্যা ৪।

পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলী আঘা দুজনেই পরীক্ষা নিয়েছেন কেবল। তাদের সুবাদেই পাকিস্তান গিয়েছে ১৭২ রান পর্যন্ত।

চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে। 

টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। 

খানিক বাদেই ফিরলেন বাবর আজমও। উইকেট সেই নাহিদ রানার। স্লিপে ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম। ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা ফ্রন্টফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন। তবে দেরি করে ফেলেছিলেন। তাতেই নাহিদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ ফেলেছে টাইগারদের পেস ইউনিট। ৬ষ্ঠ উইকেটের দেখা পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি। প্রথম ওভারে শান মাসুদ, দ্বিতীয় ওভারে বাবর আজমের পর তৃতীয় ওভারের শেষ বলে সৌদ শাকিলকে ফেরান নাহিদ রানা।

চলতি সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান তুলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টেও বাংলাদেশ আর জয়ের মাঝে তিনিই ছিলেন বাঁধা। আজও ৮১ রানে ৬ উইকেটের পর আবারও পাকিস্তানের হয়ে প্রাচীর হয়ে গেলেন সেই রিজওয়ান। 

প্রথম বলেই ফিরতে পারতেন। নাহিদ রানার বলে সহজ ক্যাচ নেয়া হয়নি সাদমান ইসলামের। এরপর থেকেই রিজওয়ান ক্রিজে সময় নিয়ে থিতু হয়েছেন। ভুগিয়েছেন বাংলাদেশের বোলিং লাইনআপকে। লাঞ্চের আগে সালমান আঘাকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৬ রান।

৫৫ রানের ওই পার্টনারশিপ পাকিস্তানকে এগিয়ে দিচ্ছিল। এরপরেই আবার আঘাত হানলেন হাসান মাহমুদ। দুই বলে ফেরালেন মোহাম্মদ রিজওয়ান আর মোহাম্মদ আলীকে। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান আউট। গুড লেন্থে পড়া বলটি অফ স্টাম্পের বেশ বাইরে। ড্রাইভ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন ৪৩ রান করা রিজওয়ান। রিজওয়ানের পরের বলে মোহাম্মদ আলীও আউট। স্লিপে তার ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন।

নাহিদ রানা আবরার আহমেদকে ফেরান গুডলেন্থের বলে। শেষ উইকেটে সালমান আঘা নতুন করে পরীক্ষা নিলেন বাংলাদেশের বোলারদের। শেষ উইকেটে মির হামযাকে নিয়ে গড়লেন ২৭ রানের জুটি। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ১৮৫। 

জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেছে টাইগাররা। শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকে ওপেনার জাকির হাসান। ২৩ বল মোকাবেলা করে ২ চার এবং ২ ছয়ের সাহায্যে ৩১ রানে অপরাজিত আছেন টাইগার এ ওপেনার। আরেক ওপেনার সাদমান ইসলাম অপরাজিত আছেন ৯রানে। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান।

এমন শুরুর পর বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াল মেঘ। আলোক স্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা। আকাশে মেঘ থাকায় বৃষ্টিরও সম্ভাবনা আছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন