সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী কৃষি শ্রমিক।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মানবিজে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নারী এবং একজন পুরুষ। বিস্ফোরণে আরও ১৫ জন নারী আহত হয়েছেন।
সানা আরও জানিয়েছে, এই হামলায় ১৫ জন নারী আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তিন দিনের মধ্যে মানবিজ এলাকায় এটি ছিল দ্বিতীয় মারাত্মক গাড়ি বোমা হামলা।
এর আগে গত শনিবার শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় বিস্ফোরণে চারজন নিহত হয়। তাদের মধ্যে দুই শিশু এবং একজন নারী ছিলেন বলে হোয়াইট হেলমেটস জানিয়েছে।
এনএ/