১৮/০৬/২০২৫, ২৩:৪০ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৪০ অপরাহ্ণ

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সিরিয়ার প্রেসিডেন্ট সৌদিতে পৌঁছেছেন

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন।

গতকাল মঙ্গলবার (১৩ মে) দেশটিতে পৌঁছান তিনি।

আজ বুধবার (১৪ মে) তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্সি দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমটি বলছে, উপসাগরীয় তিনটি দেশে সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সৌদি আরবে রয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এর আগে জানান, সৌদি সফরের সময় ট্রাম্প সিরীয় প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতে সম্মত হয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় নতুন প্রশাসন গঠিত হয়, যা আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে আসছে। নতুন নেতৃত্বের মতে, নিষেধাজ্ঞাগুলো দেশটির পুনর্গঠনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, এটি হবে ২০১১ সালের পর প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত।

সাবেক প্রেসিডেন্ট আসাদ প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করার পর ২০২৪ সালে রাশিয়ায় পালিয়ে যান, যার ফলে দেশটির দীর্ঘদিনের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়। বর্তমান প্রশাসন আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

এনএ/

দেখুন: পুনর্নির্মাণের পথে তুরস্ক, সিরিয়ায় ত্রাণের জন্য হাহাকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন