০৮/০৭/২০২৫, ২০:৫১ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৫১ অপরাহ্ণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকায় দগ্ধ নূর মোহাম্মদের মৃত্যু

ঢাকার মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের নূর মোহাম্মদ (৩২)।

আজ রবিবার (১৫ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) দুপুরে ঢাকায় নিজ ভাড়া বাসায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নূর মোহাম্মদ গাংনী উপজেলার জালশুকা গ্রামের মতিউর রহমানের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধানখোলা ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাসার বলেন, নূর মোহাম্মদ একজন পরিশ্রমী যুবক ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় এবং সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এনএ/

দেখুন: গাজীপুরে কারখানায় সিলিন্ডার বি*স্ফো*রণে দ*গ্ধ ১৮

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন