22 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

সিলেটের অভিজাত উপশহর জলাবদ্ধতার কবলে

প্রবাসীদের ঘরবাড়ি নিয়ে সিলেটের উপশহর নগরীর অভিজাত এলাকা। কিন্তু এলাকাটি অধিবাসীদের জন্য এখন ভোগান্তির নাম। প্রতিবার সুরমার পানি উপচে পড়লেই পানিতে হাবুডুবু খায় সবাই। এর স্থায়ী সমাধান চান বাসিন্দারা।


সিলেট শহরের উপশহরে রয়েছে আধুনিক সব বাড়ি ঘর। বেশীর ভাগেরই মালিক প্রবাসীরা। কিন্তু কিন্তু সুরমা নদীতে একটু পানি বাড়লেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এলাকাটি আধুনিক আবাসনের সব সম্ভাবনা থাকলেও বিকশিত হতে পারছে না।

আজ সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়েছে ১০ সেন্টিমিটার। পানি ঢুকে উপশহর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। চলাফেরা করাই অনেকটা মুশকিল হয়ে পড়েছে।  

নগরীর উপশহর এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী খননের দাবি তুলেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করার কথাও বলেছেন কেউ কেউ।  

প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সিলেট উপহশরকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার দাবি সেখানকার বাসিন্দাদের। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন