সিলেটে অবৈধভাবে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। চোরাই চিনির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানায় পুলিশ।
ভোরে সিলেট সদরের উমাইরগাঁও এলাকায় ট্রাকগুলো আটক করা হয়। এ পর্যন্ত এটি জেলায় জব্দ হওয়া সবচেয়ে বড় চালান। পুলিশ জানায়, ধাওয়া করলে ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ।