বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীর গাও ইউনিয়ন কমপ্লেক্স ভবনের সামনে থেকে মিছিল নিয়ে লাফনাউট বাজারে সমবেত হয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলার সেচ্ছাসেবক দল’র যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলার ছাত্রদল’র প্রতিষ্ঠাতা আহবায়ক জিয়াউল আলম (আলাল) উপজেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, ৫নং আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি, মনোয়ার আহমদ সাজুসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্নু মালিক লিটন একজন প্রতিবাদী ছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো নাটকীয় মামলায় তাকে আটক করে।
পড়ুন: সিলেটের জাফলংয়ে নিখোঁজের তিনদিন পর মিললো শ্রমিক সাজল’র মৃতদেহ
দেখুন: সিলেটে অবৈধভাবে বালু পাথর উত্তোলন, টাস্কফোর্সের অভিযান
এস