সিলেটে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। নগরীর সুবহানিঘাট, উপশহর, যতরপুরসহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। ডুবে আছে রাস্তাঘাট। ভোগান্তিতে নগরবাসী।
সুরমা-কুশিয়ারা নদীর পানি কমলেও এখনও বিপৎসীমার ওপরে পানি। এদিকে, পানি নামার পরও দুর্ভোগ কমেনি জৈন্তাপুর ও গোয়াইনঘাটবাসীর। গোয়াইনঘাটে ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেঙে গেছে। পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সিলেট সদরসহ ৮ উপজেলার প্রায় চার লাখ মানুষ এখনও পানিবন্দি। দ্রুত রাস্তাঘাট চলাচলের জন্য মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।