26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, কমছে নদ-নদীর পানি

সিলেটে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। কমছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এখনও পানিবন্দি বেশকিছু এলাকা। এদিকে, সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে দুই লাখের বেশি মানুষ।

পরশু রাতভর ভারি বৃষ্টি ঝরেছে সিলেটে। এরপর নতুন করে আর বৃষ্টি হয়নি। এতে নগরীতে জমে থাকা পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে নেমেছে। কমেছে কুশিয়ারা, লোভা, সারি এবং ধলাই নদীর পানিও।

এদিকে, কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ-তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সড়কের কিছু অংশ তলিয়ে যায়। এতে জেলা শহরের সঙ্গে উপজেলা দুটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। বৃষ্টি ও উজানের ঢল বাড়লেও, পরিস্থিতির অবনতি হতে পারে।

বৃষ্টি ও উজানের ঢলে কয়েকদিন ধরে বাড়ছিল সুরমা, কুশিয়ারা, বৌলাই, কালনী, চলতি, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি। যা এখন অনেকটাই স্থিতিশীল।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন