২১/০৬/২০২৫, ২৩:৪৮ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৪৮ অপরাহ্ণ

সিলেটের জাফলংয়ে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

সিলেটের জাফলংয়ে গোসল করতে নেমে মো. মাহিম নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিমসহ ৪০ জনের একটি দল বাসে করে বুধবার সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহিম স্রোতের টানে তলিয়ে যায়।

পরে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। মাহিমের দাদি সালমা বেগম বলেন, ‘নাতি মাহিম ও তার ছোট ভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খুঁজে পাচ্ছিল না। পরে শুনি সে পানিতে পড়ে গেছে। আমার নাতিকে হারিয়ে ফেলেছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেব। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন: জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযান, শতাধিক যাত্রীকে টাকা ফেরত

দেখুন: ধর্মান্তরিত হওয়ায় লাশ নেয়নি পরিবার, দাফন করলো সহপাঠীরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন