সিলেট আল মাদীনা ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান, লন্ডন দারসুন্নাহ মসজিদের সভাপতি এবং আল সাফা ট্রাভেলস লন্ডনের চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন সম্প্রতি। সফরের শুরু থেকেই তিনি ঢাকায় ব্যস্ত ও কর্মমুখর দিন অতিবাহিত করেন।
এই সফরে তিনি মূলত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও হজ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনা করেন। এর অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে সাক্ষাৎ করেন—স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মঞ্জরুল হকের সঙ্গে।

বৈঠকগুলোতে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বিশেষত প্রবাসী বাংলাদেশিরা যেসব ভিসায় হজে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য সংশ্লিষ্ট দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর দাবিটি গুরুত্ব সহকারে উত্থাপন করেন কিবরিয়া। এ বিষয়ে তিনি লিখিত প্রস্তাবও দাখিল করেন এবং সরাসরি ব্যাখ্যা প্রদান করেন। তবে ধর্ম উপদেষ্টা আইনি জটিলতা ও নানাবিধ প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে আপাতত এ ধরনের ব্যবস্থা গ্রহণ সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। সুতরাং যে সকল প্রবাসীরা বাংলাদেশী ভিসায় হজ্জে যেতে চান তাদেরকে দেশে এসে বাংলাদেশ থেকে ফ্লাইটে হজে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।
এছাড়াও ঢাকায় অবস্থানকালে গোলাম কিবরিয়া দেশের বিভিন্ন সমমনা ইসলামী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী জোট গঠনের ওপর জোর দেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান।
পড়ুন : জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


