সাম্প্রতিক সময়ে বিপিএল ফিক্সিং নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম উঠে এসেছে-দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এর আগে ঢাকা ক্যাপিটালস বিষয়টি অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছিল। এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিলেট স্ট্রাইকার্সও।
এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সর্বশেষ বিপিএল এর তিনটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে স্পট ফিক্সিং এর অভিযোগ ও তদন্ত সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে অন্যান্য ফ্রাঞ্চাইজির সাথে সিলেট স্ট্রাইকার্স-এর নামও উল্লেখ করা হয়েছে, যা গভীর ভাবে আমাদেরকে মর্মাহত করেছে।
উপরোক্ত অভিযোগের ব্যাপারে আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের কেউ জড়িত আছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ বা তথ্য নেই।
সিলেট স্ট্রাইকার্স সবসময়ই খেলার সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে। বিগত তিন মৌসুম ধরেই সিলেট স্ট্রাইকার টিম সুনামের সাথে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও তদন্ত কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি এবং সব ধরনের প্রাসঙ্গিক তথ্য প্রদানে সম্পূর্ণ প্রস্তুত আছি।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, আইসিসি’র এন্টি-করাপশন ইউনিট (এসিইউ) এর একজন সদস্য বিপিএল এর শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্স টিমের সাথে ফেয়ার প্লে পলিসি বজায় রাখতে কর্মরত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, প্রমাণিত অভিযোগ ছাড়া এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্রাঞ্চাইজিকে নিরুৎসাহিত করা অনুচিত যা ক্রিকেট উন্নয়নের অন্তরায়। কোটি কোটি ভক্ত, খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট, স্পনসর, পার্টনার নিয়ে সিলেট স্ট্রাইকার্স টিম। এই দলটি সিলেট ও সিলেটবাসীর প্রতিনিধিত্ব করে বিপিএল এর মাধ্যমে। আমরা পুনর্ব্যক্ত করছি—যদি কখনো দলের কোনো খেলোয়ার, কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণিত অভিযোগ সামনে আসে তবে আমাদের অবস্থান হবে “শূন্য সহনশীলতার”।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

