১৫/০৬/২০২৫, ৮:২৯ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:২৯ পূর্বাহ্ণ

পাটগ্রাম সীমান্তে এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।

শুক্রবার (২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮২৫/১-এস এর নিকটবর্তী ভারতীয় চা বাগানে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় তাদেরকে ভারতের ভেতরে ২০-২৫ গজ অভ্যন্তরে আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন– মোঃ মাহফুজ ইসলাম ইমন (১৬), পিতা-মোঃ মোস্তাফিজ, গ্রাম-রহমতপুর গাটয়ারভিটা, পোস্ট+থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট, ২. মোঃ সাজেদুল ইসলাম (২২), পিতা-মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন-বকুল, মহাস্থান, জেলা-বগুড়া।

ঘটনার পর স্থানীয়রা বিজিবিকে জানালে ধবলসূতি বিওপির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভিডিও ধারণ করার দায়ে তাদের আটক করা হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিস্তা ব্যাটালিয়নের পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ শুরু করা হয়েছে। পাশাপাশি রংপুর সেক্টর কমান্ডার বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। তার অনুরোধে দুই কিশোরকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাতেই এ বিষয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, ধবলসুতি সীমান্ত থেকে দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাদের ফিরিয়ে আনতে বিজিবির মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

পড়ুন : লালমনিরহাটের মামলাবাজ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন